Sport

Entertainment

বিভাগ: এন্টিভাইরাস| প্রকাশকাল: Tuesday, 30 November 1999 | লিখেছেন: Mamun | পড়া হয়েছে: 2686 বার

কম্পিউটার ব্যবহারকারিরা ভাইরাস নিয়ে সবসময়ই শংকিত থাকে।আর এজন্য একেক জন একেক এন্টিভাইরাস ব্যবহার করে থাকে।আর কম্পিউটারে ভাইরাস আসার অন্যতম এক বড় মাধ্যম হল ইউএসবি ডিভাইস।আর এজন্য অনেকে নিজের কম্পিউটারে ইউএসবি ডিভাইস কানেক্ট করতে ভয় পায়।আজ আমি আপনাদের সামনে TrustPort USB Antivirus 2009  নামে একটি শক্তিশালী ইউএসবি এন্টিভাইরাস নিয়ে আলোচনা করব। TrustPort USB Antivirus 2009  এর সাহায্যে আপনি ইউএসবি ডিভাইস এর  viruses, trojans, malwares and spywares  এইসব ভাইরাস হতে রক্ষা পাবেন।আর এই এন্টিভাইরাসটি নিয়মিত আপডেট হয় তাই নতুন কোন ইউএসবি ভাইরাস আসার সাথে সাথে আপডেট করে নিলেই আপনি সেভ। তাহলে চলুন এর মেইন ফিচার গুলো দেখে নেই:

1. On-demand computer scanning feature
2. On-access protection of USB flash drive
3. Encryption module to store data securely
4. Automatic updates for enhanced security measures
5. Permanent data protection (PDP) for USB flash drives


আশা করি এই এন্টিভাইরাস ব্যবহার করার পর আপনাদের আর ইউএসবির ভাইরাস নিয়ে চিন্তা করতে হবেনা। আর এই এন্টিভাইরাসটি  ফ্রি নয় টাকা দিয়ে কিনতে হয়। কিন্তু এখন প্রমোশন অফার চলছে তাই এখন আপনি ছয় মাসের লাইসেন্স কি ফ্রী পাবেন। এখানে ক্লীক করে প্রমোশন অফারের পেজে যান তারপর আপনার মেইল টি সহ আরও তিনটি মেইল এড্রেস দিতে হবে। যে তিনটি ইমেইল এড্রেস দেবেন তাদেরকে একটা এক্টিভেশন লিংকে ক্লিক করতে হবে। তাহলে ওরা আপনাকে ছয় মাস ফ্রী ব্যবহারের সুযোগ দিবে। এখানে ক্লিক করে এন্টিভাইরাসটি ডাউনলোড করেন।

Post a Comment