

USB ডিভাইস Safely Remove করার জন্য উইন্ডোজের ডিফল্ট অপশনটি খুব একটা কাজের না। প্রায় সময় এরর দেখায়। এক্সপিতে এরর দেখায় "The device 'Generic volume' cannot be stopped right now. Try stopping the device again later." এবং ভিসতাতে দেখায় “Windows can’t stop your Generic volume device because it is in use. Close any programs or windows that might be using the device, and then try again later.”। এই এররগুলো আসে সাধারনত ইউএসবি ডিভাইস থেকে কোন ফাইল বা প্রোগ্রাম চালু থাকা অবস্থায় Safely Remove করতে গেলে। কিন্তু মজার ব্যাপার হল বেশিরভাগ সময় কোন কিছু চালু না থাকার পরও এই এরর দেখায়। ফলে অনেকে বিরক্ত হয়ে Safely Remove না করেই খুলে ফেলেন। যা আবার অনেক সময় আপনার প্রয়োজনীয় ফাইলকে করাপ্ট করে দিতে পারে।
এই সমস্যা সমাধানের জন্য ব্যবহার করতে পারেন USB Safely Remove প্রোগ্রামটি। এই প্রোগ্রাম ব্যবহারে আপনি উল্লেখযোগ্য যেসব সুবিধা পাবেন তা হল:
_কি কারনে ডিভাইস রিমুভ করা যাচ্ছে না দেখাবে এবং বন্ধ করার অপশন দেবে।
_কার্ড রিডার থেকে একটা একটা করে মেমোরী রিমুভ করা যায়। এবং কার্ড রিডারের খালি ড্রাইভগুলোকে হাইড করা যায়।
_Safely Remove করা ডিভাইস আবার চালু করতে চাইলে ইউএসবি থেকে খুলে আবার লাগাতে হয় না।
এছাড়া আরো অনেক সুবিধা পাবেন এই সফটওয়্যার ব্যবহারে। ডাউনলোড করুন এখান থেকে। আনজিপ পাসওয়ার্ড caecombd।
Post a Comment