আমি আমার পাসোনাল ফোল্ডারটি হিডেন করে রেখেছিলাম।পরে ফোল্ডারটি আনহাইড না করেই নতুন করে উইন্ডোজ সেট আপ দিই। এখন আর ফোল্ডারটি আনহাইড করতে পারছিনা। আগের সেই ফোল্ডার হাইড সফটওয়্যারটি ইনস্টল করেছি। কোন লাভ হয়নি। কারো কোন উপায় জানা থাকলে অবশ্যই জানাবেন।
ধরি ফোল্ডারটি D ড্রাইভে ছিল। তাহলে যা করতে হবে-
১. start menu -> run এ cmd লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট আসবে।
২. cd\ লিখে এন্টার দিন। d: লিখে এন্টার দিন।
৩. dir /ah লিখে এন্টার দিন। কি কি হিডেন আছে দেখাবে। আপনার ফোল্ডারটি দেখতে পাচ্ছেন কিনা দেখুন। এমন ও হতে পারে আপনার ফোল্ডারটি যে নামে ছিল তা ফোল্ডার হাইড সফটওয়্যারটি পরিবর্তন করে ফেলেছে। সেক্ষেত্রে অস্বাবাবিক নামের কোন ফোল্ডার আছে কিনা দেখুন। ধরা যাক ফোল্ডারটির নাম abc123।
৪. attrib -h -s -r abc123 লিখে এন্টার দিন। ফোল্ডারটা আনহাইড হয়ে যাবে।
১. start menu -> run এ cmd লিখে এন্টার দিন। কমান্ড প্রম্পট আসবে।
২. cd\ লিখে এন্টার দিন। d: লিখে এন্টার দিন।
৩. dir /ah লিখে এন্টার দিন। কি কি হিডেন আছে দেখাবে। আপনার ফোল্ডারটি দেখতে পাচ্ছেন কিনা দেখুন। এমন ও হতে পারে আপনার ফোল্ডারটি যে নামে ছিল তা ফোল্ডার হাইড সফটওয়্যারটি পরিবর্তন করে ফেলেছে। সেক্ষেত্রে অস্বাবাবিক নামের কোন ফোল্ডার আছে কিনা দেখুন। ধরা যাক ফোল্ডারটির নাম abc123।
৪. attrib -h -s -r abc123 লিখে এন্টার দিন। ফোল্ডারটা আনহাইড হয়ে যাবে।
Post a Comment