Sport

Entertainment

এক কথায় বললে, ইন্টারনেট স্পীড বাড়ানো যায় না। আপনার আই এস পি যা বরাদ্দ করবে তাই পাবেন। তবে কিছু নিয়মকানুন মেনে চললে, যা পাচ্ছেন তার সঠিক ব্যবহার করতে পারবেন। যেমন-
১. উইন্ডোজ, এন্টি ভাইরাস, এডব সফটওয়্যার ইত্যাদি এবং এই জাতীয় অটোআপডেট বন্ধ করে। কারণ এসব আপডেট আপনার অজান্তেই ডাউনলোড করে তাই আপনি ব্রাউজিং এ স্পীড কম পাবেন।
২. ইন্টারনেট এক্সপ্লোরারের পরিবর্তে অন্য ব্রাউজার যেমন- ফায়ারফক্স, ক্রোম, অপেরা ইত্যাদি ব্যবহার করুন।
৩. ডাউনলোডের জন্য ডাউনলোড ম্যানেজার যেমন- IDM, FDM, DAP ইত্যাদি ব্যবহার করুন।

Post a Comment