Sport

Entertainment


সাধারণত মেগাপিক্সেল হিসেবেই ক্যামেরার গুণগত মান নির্ধারণ করা হয়। সমপ্রতি ব্রিটিশ বিজ্ঞানীরা হাজার মেগাপিক্সেল বা ১ গিগাপিক্সেল ক্যামেরার প্রোটোটাইপ তৈরি করেছেন। একটি বসার টুলের সমান আকারের এ ক্যামেরায় সাধারণ ক্যামেরার চেয়ে ১ হাজার গুণ বেশি পুঙ্খানুপুঙ্খ ছবি তোলা যাবে। এর উদ্ভাবকরা জানিয়েছেন, এটিই প্রথম গিগাপিক্সেল ক্যামেরা নয়। তবে ক্যামেরাটি অন্যান্য গিগাপিক্সেল ক্যামেরার চেয়ে ছোট এবং দ্রুতগতির। তাদের আশা, এর মাধ্যমে
বিমানবন্দরের নিরাপত্তা, সামরিক বাহিনীর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরালো হবে। এর মাধ্যমে খেলাধুলার নিখুঁত ছবিও সমপ্রচার করা যাবে। ব্রিটেনের গিগাপিক্সেল ক্যামেরা তৈরি প্রকল্পের সদস্য ডেভিড ব্যার্ডি এএফপিকে বলেন, আমাদের ক্যামেরাটি ১ সেকেন্ডের ১০ ভাগের এক ভাগ সময়ে গিগাপিক্সেলে ছবি তুলতে পারে।

Post a Comment