কম্পিউটারের বুটডিস্ক এবং তৈরির কৌশল
বুটডিস্ক হল মুছা যায় এমন ডিজিটাল ডাটা সংরক্ষণ করার জায়গা যেখান থেকে কম্পিউটার অপারেটিং সিস্টেম ও ইউটিলিটি প্রোগ্রামগুলো লোড করতে এবং চালাতে(বুট করতে) পারে। কম্পিউটারে অবশ্যই বিল্টইন প্রোগ্রাম থাকে যার মাধ্যমে বুটডিস্ক থেকে প্রোগ্রাম লোড ও এক্সিকিউট করতে পারে কিছু নির্দিস্ট নিয়মে। বুটডিস্ক ব্যবহার করা হয় সাধারণত:
১. অপারেটিং সিস্টেম ইন্স্টল করতে।
২. ডাটা পুনরুদ্ধার করতে।
৩. ডাটা পরিস্কার করতে।
৪. হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলস্যুট করতে।
৫. অপারেটিং এনভারমেন্ট কাস্টমাইজিং করতে।
৬. সফটওয়্যার ডেমনস্ট্রেশন।
৭. পাসওয়ার্ড হারিয়ে গেলে এডমিনিসস্ট্রেটিভ একসেস করার জন্য(কিছু ওএস এ)।
একাজে সাধারণত ফ্লপি ডিস্ক বা সিডিরম, ইউএসবি ফ্লাস ড্রাইভও ইউজ হয়।
কিভাবে বুট করা হয়:
কম্পিউটারে বুটস্টেপ লোডার নামে একটা ছোট প্রোগ্রাম আছে যেটি বুট ডিভাইস থেকে প্রোগ্রাম লোড ও রান করে। এটা নিজে ছোট হলেও অপারেটিং সিস্টেমের মতো অনেক বড় ও সক্ষম প্রোগ্রাম লোড করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি সাধারণত সিস্টেমের রেমকে(বুটডিস্ক) রেমডিস্ক হিসাবে ব্যবহার করে টেম্পরারি ফাইল স্টোরেজ হিসাবে। আজকে আমরা কিভাবে এই বুটডিস্ক তৈরী করা যায় সেটা নিয়ে আলোচনা করব।
উইন্ডোজ ২০০০ এ বুটডিস্ক তৈরী:
* উইন্ডোজ ২০০০ এ উইন্ডোজ ব্যাকআপ প্রোগ্রাম অপেন করুন: সিলেক্ট Start->Programs->Accessories-> System Tools-> Backup। ব্যাকআপ ইউটিলিটি প্রোগ্রাম স্টার্ট হবে।
* যখন ওয়েলকাম ট্যাব দেখাবে তখন নীচে "Emergency Repair Disk" বাটনে ক্লিক করতে হবে। যখন "Emergency Repair Diskette" ডায়লগ বক্স আসবে "Also backup the registry to the repair diretory..." এরসাথের চেকবক্স সিলেক্ট করতে হবে ও ওকে বাটন ক্লিক করতে হবে।
* ফ্লপি ডিস্কড্রাইভে ডিস্ক ঢুকাতে হবে।
কাজ শেষ হয়ে গেলে ফ্লপিডিস্কে ডেট ও ওএস লিখে রাখতে হবে।
আরেকভাবে এটা করা যায়- এজন্য চারটা ১.৪৪মেগাবাইট ডিস্কেট ও উইন্ডোজ ২০০০ প্রফেশনাল সিডি লাগবে।
* CD-ROM drive এর Start / Run / browse এ ক্লিক করুন।
* "BOOTDISK" ফোল্ডার ওপেন করুন, makeboot.exe তে ডাবলক্লিক করুন।
* ওকে বাটনে ক্লিক করুন ডিস্কেট তৈরী করার জন্য প্রোগ্রামটি রান করতে।
যদি কখনো আপনার সিস্টেম বুট কাজ না করে তখন এই ডিস্ক আপনাকে সিস্টেম রিকভার করতে সাহায্য করবে। সিস্টেম বুট করার সময় F8 প্রেস করলে কিছু এডভান্স বুটিং অপশন আসবে, এরমধ্যে একটা হল আপনার জরুরী রিপেয়ার ডিস্ক থেকে বুট করতে দেয়া। এটাই জরুরী সময়ে সিস্টেম রিকভার করার সহজ উপায়।
উইন্ডজ এক্সপি বুটডিস্ক
মাইক্রোসফট উইন্ডজ এক্সপি সিডি নিজেই একটা বুটেবল সিডি। তাই কোন বুটেবল ফ্লপিডিস্কেট তৈরী করতে হবে না। এই সিডি শুধু ওএস ইন্সটল/রিইন্স্টল করতেই সাহায্য করে না, ট্রাবলস্যুট করতেও সাহায্য করে।
Post a Comment