সাধারণত এক বা একধিক কম্পিউটারের মধ্যে ফাইল বা ইন্টারনেট শেয়ারিং কাজে LAN/Internet ইত্যাদি মাধ্যম ব্যবহৃত হয়ে থাকে। একাধিক কম্পিউটারের মধ্যে ফাইল বা ইন্টারনেট শেয়ারিং সক্রিয় করতে দরকার হবে সুইচ বা হাব। তবে শুধুমাত্র দুটি কম্পিউটারের মধ্যে ফাইল বা ইন্টারনেট শেয়ারিং এর কাজে আপনি ব্যবহার করতে পারেন Ethernet Crossover Cable। এটি অত্যন্ত সহজলভ্য উপায় এবং বাজারেও বেশ সহজলভ্য। তবে যাদের হাতের কাছে সুবিধাটি নেই তারা নিজেরাই এটি তৈরী করতে পারেন।
এ কাজে দুটি কম্পিউটারেই LAN সংযোগ থাকতে হবে। এবার দরকার হবে একটি Crossover Cable।
যদি Crossover Cable না থাকে তবে নিজেই LAN কেবলকে Crossover Cable এ রূপান্তর করে ফেলুন।
LAN কেবলে ৮টি তারের মাধ্যমে সংযোগ দেয়া থাকে। যার প্রতিটির রং ভিন্ন ভিন্ন। দুই মাথা ঠিক রেখে কেবলটির মধ্যখানে কেটে ফেলে প্রতিটি তারের মাথা বের করে নিন। এবার তারের রং দেখে দেখে নিচের মত একটির সাথে আর একটি পেচিয়ে ফেলুন।


যদি Crossover Cable না থাকে তবে নিজেই LAN কেবলকে Crossover Cable এ রূপান্তর করে ফেলুন।
LAN কেবলে ৮টি তারের মাধ্যমে সংযোগ দেয়া থাকে। যার প্রতিটির রং ভিন্ন ভিন্ন। দুই মাথা ঠিক রেখে কেবলটির মধ্যখানে কেটে ফেলে প্রতিটি তারের মাথা বের করে নিন। এবার তারের রং দেখে দেখে নিচের মত একটির সাথে আর একটি পেচিয়ে ফেলুন।


এবার পেচানো তারের মাথাগুলো টেপ দিয়ে পেচিয়ে নিন। ব্যস হয়ে গেল।
এবার নেটওয়ার্ক সেটআপ দেবার পালা। দুটি কম্পিউটারে একইভাবে নেটওয়ার্ক সেটআপ দিতে হবে। প্রথম কম্পিউটারে নীচের মত করে নেটওয়ার্ক সেটআপ করুন।
কন্ট্রোল প্যানেলের নেটওয়ার্ক সেটআপ উইজার্ড এ ডাবল ক্লিক করুন।


উইজার্ড আসলে নেক্সট বাটনে ক্লিক।
আবারও নেক্সট বাটনে ক্লিক করুন, এবার Select a Connection Method এর Other অপশনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন। আবারও Other Internet connection methods… এর সব নীচের রেডিও বাটনে ক্লিক করুন। এবার Computer description ঘরে ইচ্ছেমত একটি নাম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন। Name your network এর Workgroup name ঘরে ইচ্ছেমত একটি নাম দিয়ে নেক্সট বাটনে ক্লিক করুন।
Turn on file and printer sharing রেডিও বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন। আবরও নেক্সট বাটনে ক্লিক করুন। স্ক্যান করে নিয়ে You’re almost done এলে Use my Windows XP CD রেডিও বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করুন। আবারও নেক্সট বাটনে ক্লিক করুন এবং সবশেষে Finish বাটনে ক্লিক করে কম্পিউটারটি রিস্টার্ট করুন।
এভাবে অপর কম্পিউটারেও নেটওয়ার্ক সেটআপ করে নিন।
লক্ষ্য করুন দুটি কম্পিউটারই প্রত্যেকবার স্টার্ট করার পর পুরোপুরি কাজের উপযোগী হতে কিছুটা সময় নেবে।
এবার যে ফোল্ডার/ড্রাইভ শেয়ার করতে চান সেটির উপরে রাইট বাটনে ক্লিক করুন। Properties এ ক্লিক করে Sharing ট্যাবের Share this folder on the netowrk এ ক্লিক করে Ok তে ক্লিক করুন।
এবার শেয়ার করা ফোল্ডার/ড্রাইভ My Network Places এ যুক্ত করবার পালা।
এজন্য ডেস্কটপের My Network Places আইকনে ডাবল ক্লিক করুন।
(যদি ডেস্কটপে My Network Places আইকন না থাকে তবে-
ডেস্কটপের ফাকা জায়গায় রাইট বাটনে ক্লিক করে Properties এ ক্লিক করে Desktop ট্যাবের Customize Desktop বাটনে ক্লিক করে My Network Places এ টিক দিয়ে Ok করুন)
Add Network Place আইকনে ডাবল ক্লিক করুন।

Welcome to the Add Network Place Wizard এর নেক্সট বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করে আবার নেক্সট বাটনে ক্লিক করুন। Internet or network address বক্স এলে Browse বাটনে ক্লিক করুন।
তারপর যথাক্রমে, Entire Network\Microsoft Windows Netork\(আপনার দেয়া নাম)\(অপর কম্পিউটারের নাম)\আপনি যে ফোল্ডার/ড্রাইভ চান সেটি সিলেক্ট করে Ok করুন। পরপর দুবার নেক্সট বাটনে ক্লিক করুন এবং সবশেষে Finish বাটনে ক্লিক করলে অপর কম্পিউটারের শেয়ার করা ফোল্ডারটি ওপেন হবে।
আশা করছি এটি আপনাদের কাজে আসবে।


Post a Comment