কম্পিউটার নিয়ে আমরা প্রায়াই সমস্যায় পরি, আর এর বেশিরভাগই হয় ভাইরাসের কারনে। আমরা একটু সচেতন হলেই এই সমস্যা থেকে মুক্ত থাকতে পারি।এই জন্য আমাদের কিছু কাজ করতে হবে।
-১। কম্পিউটারের autoplay বন্ধ করে দিতে হবে, কারন আমরা যখন পেন ড্রাইভ অথবা সিডি বব্যহার করি তখন সিডি বা পেনড্রাইভে যদি ভাইরাস থাকে তাহলে কম্পিউটারে লাগানোর সাথে সাথে ভাইরাস সমস্ত কম্পিউটারে ছড়িয়ে পরে। তাই autoplay বন্ধ করুন...
-কাজটি যেভাবে করবেন:
-Start Menu > Run> এ গিয়ে gpedit.msc লিখে এন্টার দিন
-Computer configuration > Administrative Templates > Windows Components>System দিন
-ডানপাশে অনেকগুলো Options দেখা যাবে
-autoplay বন্ধ করার জন্য turn off autoplay এ ডাবল ক্লিক করুন
-নতুন একটি Windo আসবে সেখানে Enable নির্বাচন করুন
-নিচে একটি ড্রপ ডাউন মেনু দেখা যাবে। ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে all drives নির্বাচন করে Apply > ok করুন
-আবার
-User configuration > Administrative Templates > Windows Components>System দিয়ে উপরের মত একই কাজ করে দিন
-২। এবার পেনড্রাইভ আথবা সিডিতে প্রবেশ করার সময় কখনো ডাবল ক্লিক করবেন না,
-পেনড্রইভে যেভাবে প্রবেশ করবেন
-My Computer> Folders > Pendrive
এইভাবে একটু কষ্ট করে ভাইরাস মুক্ত রাখুন নিজের প্রিয় কম্পিউটারকে।
ভাল থাকবেন সকলে.........
Post a Comment