Sport

Entertainment

আমাদের কম্পিউটারের হার্ডডিস্কে যথেষ্ট পরিমাণ জায়গা থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায়, হার্ডডিস্কের 
মেমরি পূর্ণ হয়ে আছে। অপ্রজনীয় ফাইল গিয়ে হার্ডডিস্ক ভরিয়ে ফেলে। এরকম হলে Folder Option এ গিয়ে Show hidden files and folders অপশনে টিক দিন এবং Hide protected operating system files (recommended) অপশন থেকে টিক চিহ্ন তুলে দিন। এবার OK করুন।

এখন যে ড্রাইভের জায়গা পূর্ণ হয়ে আছে, সেখানে গিয়ে দেখুন system volume information নামের একটি ফোল্ডার আছে। ঐ ফোল্ডারের সব ফাইল ডিলিট করে দিন। ভুলেও ফোল্ডারটি ডিলিট করবেন না।


মাঝে মাঝে system volume information ফোন্ডারটি open করতে গেলে Access is denied দেখায়।


এটা ঠিক করার জন্য এখানে  দেখুন।

এভাবে প্রতিটি ড্রাইভে এই নামের ফোল্ডার পাবেন এবং ফোল্ডারটি খালি করবেন। তাহলেই হার্ডডিস্কের জায়গা খালি হবে।
কাজ শেষ হয়ে গেলে Folder Option এ গিয়ে আবার ফাইলগুলো হাইড করে ফেলুন।

Post a Comment